Sonar Bangla College অধ্যক্ষ
Governing Body Important Links Digital Content Digital Class 13-12-2017
অধ্যক্ষের বাণী
সোনার বাংলা কলেজটি তৎকালীণ প্রজাহিতৈষি জমিদার আব্দুস সামাদ খান চৌধুরী তার স্বগীয় পিতা আব্দুল গনি খান চৌধুরীর নামে ইং ১৯৪০ সালে প্রতিষ্ঠা করেন। স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য তিনি প্রচেষ্টা অব্যহত রাখেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ম্যানেজিং কমিটি, স্থানীয় সূধীবৃন্দ, অভিভাবক মন্ডলী এবং শিক্ষক মন্ডলীর দায়িত্বপূণ তৎপরতায় স্কুলের জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় অত্র বিদ্যালয়ের শিক্ষাথীরা আশানূরুপ সাফল্য এবং সহপাঠ্যক্রমিক কাযাবলীতে অবদান রাখছে। বতমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাঁচ শতাধিক শিক্ষাথী অধ্যয়ণরত আছে। প্রধান শিক্ষক হিসেবে আমি অত্র প্রতিষ্ঠানটির সাফল্য ও উন্নতি কামনা করি। Notice Board আমাদের ফেইসবুক পেইজ EIIN Number 118731 Admin Login |