Sonar Bangla College অধ্যক্ষ
Governing Body Important Links Digital Content Digital Class 13-12-2017
সোনার বাংলা কলেজে আপনাকে স্বাগতম
কলেজের নাম : সোনার বাংলা কলেজ, সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা। সংক্ষিপ্ত বর্ণনা : সোনার বাংলা কলেজটি কলারোয়া উপজেলা সদর হতে ৭ কি.মি. পশ্চিমে কলারোয়া-চান্দুড়িয়া মহসড়কের সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদরে অত্যন্ত মনোরম পরিবেশে এলাকার সর্বসাধারণের ঐকান্তিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত ও পরিচালিত। প্রতিষ্ঠাকাল : ২৯/০৭/১৯৯৭ সাল। ইতিহাস এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৯৭ সালে তদানিন্তন স্থানীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ কামাল বখত মহোদয় ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কলেজটি যাত্রা শুরু করে। কলেজ প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হলেন-শ্রদ্ধেয় ইমান আলি শেখ, খান মিজানুল ইসলাম সেলিম , প্রফেসর মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক , এস, এম, শহিদুল ইসলাম , আলহাজ্ব নূরুল হক সরদার, মাস্টার মতিয়ার রহমান , মোঃ শাহাজান আলি, শ্রী গোবিন্দ ব্যানার্জী, করিম বক্স গাজী, মোঃ দউদ আলী, মাওঃ রেজাউল করিম, অধ্যাপক নূরুল ইসলাম প্রমুখ উল্লেক্ষযোগ্য। তাছাড়া সকল শ্রেণী পেশার মানুষ কলেজ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে এগিয়ে এসেছে। কলেজটি ২০০২ সালে সফল পরিদর্শনের মাধ্যমে যশোর শিক্ষাবোর্ডের তদানিন্তন কলেজ পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান সাহেবের সুপারিশের আলোকে ২০০২ সালে কলেজটি ছাত্রছাত্রী ভর্তির অনুমতি পায়। অতঃপর প্রশাসনের সহযোগিতায় ২০০৩ সালে একাডেমিক স্বীকৃতি, ২০০৪ সালে এম, পি, ও ভূক্তি, ২০০৫ সালে বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের অধীনে (বি, এম) কোর্স অনুমতি, ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী অধিভুক্তি লাভ করে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরও সোনার বাংলা ডিগ্রী কলেজটি স্বমহিমায় প্রজ্জ্বলিত। Notice Board আমাদের ফেইসবুক পেইজ EIIN Number 118731 Admin Login স্বাধীনতার সুবর্ণজয়ন্তী |